নলছিটি প্রতিনিধিঃ
বরিশাল- পটুয়াখালী মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে মিনিবাসের ছাদ থেকে পড়ে হাসান মল্লিক(৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
পায়রা শেখ হাসিনা সেনানিবাসের শ্রমিক হাসান লেবুখালী থেকে মিনিবাসের ছাদে উঠে বরিশাল যাবার পথে ২ জানুয়ারি দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসান মল্লিক চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ আলী মল্লিকের পুত্র। সে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসে শ্রমিক হিসাবে কাজ করতো বলে তার সহকর্মীরা জানায়।
এ রুটে প্রায়ই বাসের ছাদে যাত্রী বহন করতে দেখা যায়। এর দেখার জেনো কেউ নেই। বাস মালিক সমিতির খামখেয়ালি পনার কাছে আর কতো প্রান দিতে হবে এমনটাই প্রশ্ন সাধারন মানুষের।
(Visited ৪০ times, ১ visits today)

















