শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ৩২৩- বহিষ্কার-৪

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১০:১৯ অপরাহ্ণ
বরিশাল শিক্ষা বোর্ড

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে ৩২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পাশাপাশি বরগুনায় ১, ভোলায় ১ ও বরিশালে ২ জনসহ ৪ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৫৩, বরগুনায় ৪৩, পটুয়াখালীতে ৬৪, পিরোজপুরে ২৯, ঝালকাঠিতে ৩৫ ও বরিশালে ৯৯ জন রয়েছে। এরফলে আজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৮৭ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। গত বছর অনুপস্থিতির সংখ্যা কম থাকলেও বহিষ্কারের সংখ্যা বেশি ছিলো।

গত বছর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৩০৯ জন এবং বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ জন।  শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম জানান, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় ১লাখ ৩ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। ১ হাজার ৪২৬ টি বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা বিভাগের ৬ জেলার মোট ১৭২ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ২১০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৭৮ জন ছাত্রী রয়েছে। যাদেরমধ্যে ৮৪ হাজার ৮৩৩ জন নিয়মিতো পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও জিপিএ উন্নয়নে ৮৩ জন এবং অনিয়মিত ১৮ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী রয়েছে।

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়