ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সুনজুয়ান সেনা ফাঁড়িতে হামলার পর বিদ্রোহীদের সঙ্গে লড়াই দ্বিতীয় দিনে গড়িয়েছে। এতে পাঁচ ভারতীয় সেনাসহ ছয়জন নিহত হয়েছেন।
কর্মকর্তারা রোববার বলেন, তিন হামলাকারী নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। সেনা ফাঁড়ির ভেতরে আবাসিক এলাকায় হামলাকারীদের কোণঠাসা করেছে সেনাবাহিনী।
পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত জম্মুতে চলে গেছেন।
বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে কয়েকশ পুলিশ, সেনাসদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সরকারি প্রশাসন জানিয়েছে, সেনা ফাঁড়ির আশপাশের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
(Visited ২২ times, ১ visits today)

















