নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশে বন্দুকধারীর হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, প্রদেশের বিরানি নামক গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা। পুলিশের মুখপাত্র মুহাম্মদ শেহু বলেন, হামলায় নিহত ১৮ জনই স্থানীয় জনগণ।
তিনি বলেন, বন্দুকধারীরা স্থানীয়দের ওপর হামলে পড়ে। হামলার কারণ ও হামলাকারীদের ধরতে তদন্তকার্য শুরু হয়েছে।’ হামলার পরই গ্রামবাসীদের গরু-ছাগল লুট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
হামলার পর জঙ্গল পরিষ্কার করে ওই ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(Visited ১১ times, ১ visits today)

















