অনেকেই মনে করছেন, পিএসজির বিপক্ষে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ লড়াইটাই ভবিষ্যত নির্ধারণ করে দেবে জিনেদিন জিদান। চাপের মুখে থাকা রিয়াল কোচ এই লড়াইয়ে হারলে চাকরি খুয়াতে পারেন, এমন মতও অনেকের। তবে জিদান এমনটা ভাবছেন না। রিয়ালের কোচ থাকার জন্য লড়াই করতে রাজি তিনি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে পিএসজির বিপক্ষে জিতেছে রিয়াল। এবার খেলা হবে পিএসজির মাঠে, দ্বিতীয় লেগে তাই কঠিন পরীক্ষাতেই পড়তে হবে রিয়ালকে। তবে এই লড়াইয়ে হেরে গেলে ভবিষ্যত কি হবে, সেটা নিয়ে উদ্বেগ নেই জিদানের। যতদিন ক্লান্ত না হচ্ছেন, রিয়ালের কোচ থাকতে চান ফরাসি এই কোচ।
(Visited ১২ times, ১ visits today)

















