ইনজুরির পর অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল মিরপুরে জিম ও হালকা রানিং করেন সাকিব। তবে এখনো পুরোপুরি ফিট নন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁহাতের আঙুলে ব্যথা পান বিশ্ব সেরা এ অলরাউন্ডার। একাধিক সেলাইও পড়ে সাকিবের আঙুলে। ফলে টেস্টের পর মিস করেছেন টি-টোয়েন্টি সিরিজও। এমনকি খেলতে যাননি দুবাইয়ে অনুষ্ঠিত পিএসএল ক্রিকেট আসর। মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি নিদাহাস ট্রফি। ঐ আসরে পুরো ফিট হয়ে মাঠে নামবেন সাকিব। তাই এদিন মিরপুরে হালকা রানিং করেছেন তিনি। এরপর প্রায় একঘণ্টা জিমে নিজেকে প্রস্তুত করেন। তবে এখনো শতভাগ ম্যাচ ফিট হয়ে উঠতে পারেনি সাকিব আল হাসান।
(Visited ১৭ times, ১ visits today)

















