শুক্রবার , ২ মার্চ ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

অস্ত্রোপচার করাতে রিওতে পৌঁছেছেন নেইমার

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২, ২০১৮ ১:১৫ পূর্বাহ্ণ

পায়ে অস্ত্রোপচার করাতে বৃহস্পতিবার সকালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পৌঁছেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা ফুটবলার নেইমার।

ম্যার্সেইয়ের বিপক্ষে গত রোববার লীগ ওয়ানের ম্যাচে গুরুতর ইনজুরিতে পড়েছেন তিনি। তার ডান পায়ে চিড় ধরেছে। যে কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর ফিরতি ম্যাচের আগেই তাকে দল ছাড়তে হয়েছে। প্রথম লেগে তাদের কাছে ৩-১ ব্যবধানে হেরে যাওয়ায় এমনিতেই ঝুঁকির মধ্যে পড়ে গেছে পিএসজি। এখন বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়কেও হারাল প্যারিস জায়ান্টরা। যে কারণে চ্যাম্পিয়ন্স লীগে তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে গেছে।
প্যারিস থেকে এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে রওয়ানা দেয়া ২৬ বছর বয়সি নেইমার আজ সকালে রিওতে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে আরেকটি ব্যক্তিগত জেটে করে তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন।
ব্রাজিল জাতীয় ফুটবল দলের মুখপাত্র ভিনিসিয়াস রড্রিগুয়েজ জানান, আগামী শনিবার যে তার অস্ত্রোপাচার হবে সেটি শতকরা ৯৯ ভাগ নিশ্চিত।
এদিকে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রড্রিগো লাসমার বলেছেন, অস্ত্রোপাচারের পর নেইমারের সেরে উঠতে অন্তত তিন মাস সময় লাগতে পারে। তার অধীনেই শনিবার নেইমারের পায়ে অস্ত্রোপচার করানোর কথা রয়েছে। রড্রিগো বলেন,‘নেইমারের সেরে উঠতে আনুমানিক আড়াই থেকে তিন মাস সময় লাগতে পারে।

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়