রাশিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন।সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, আজ মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিরিয়ার মেইমিম বিমানঘাঁটিতে অবতরণের সময় রাশিয়ান বিমানটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিমানটি বিধ্বস্তের ফলে ২৬ যাত্রী ও ছয়জন ক্রু নিহত হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুর্ঘটায় বিমানটির কেউ জীবিত নেই। অবতরণের আগে রানওয়ে থেকে ৫০০ মিটার দূরে বিমানটি আঁছড়ে পড়ে।রুশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার আগে বিমানটিতে আগুন ধরেনি।
(Visited ৩৬ times, ১ visits today)

















