বরিশালের বাবুগঞ্জ বাজারে ২৯ হাজার টাকার জাল টাকাসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ব্যবসায়ীরা। আজ রবিবার দুপুরে আটক দুই যুবক হচ্ছে- বাবুগঞ্জের ভূতেরদিয়া গ্রামের মো. আমিনুল ইসলাম (২৫) ও দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মো. ফাহাদ হোসেন (২২)।
ব্যবসায়ীরা জানান, ওই দুই যুবক বাজারের মামুনের দোকান থেকে চাল কিনে ১ হাজার টাকার নোট দেয়। ব্যবসায়ী মামুন ওই নোট জাল দাবি করলে দুই যুবক পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে আটকের পর তাদের পকেট থেকে এক হাজার টাকার আরো ২৮টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(Visited ১৫ times, ১ visits today)

















