শনিবার , ১৭ মার্চ ২০১৮ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

টাইগারদের ড্রেসিং রুমের কাচ ভাঙা!

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১৭, ২০১৮ ১:২৫ অপরাহ্ণ

নিদাহাস ট্রফির ‘সেমিফাইনালে’ পরিণত হওয়া বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ম্যাচে আগ্রাসী শরীরি ভাষা, তর্ক, ধাক্কাধাক্কি, চিৎকার-চেঁচামেচি কী হয়নি? হাতের ইশারায় ম্যাচ বয়কটের আহ্বানের মতো ব্যাপারও ঘটেছে, যা অন্তর্জাতিক ক্রিকেটে সচরাচর দেখা যায় না। আরো একটি ঘটনাও ঘটেছে। আর তা হলো— বাংলাদেশ দলের ড্রেসিং রুমের কাচ ভাঙার ঘটনা।

বাংলাদেশ যে মুহূর্তে শ্রীলংকার বিপক্ষে জয় নিশ্চিত করেছে সেই মুহূর্তেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভেতরে থাকা একটি ক্যামেরায় কাচ ভাঙার ঘটনাটি রেকর্ড হয়েছে বলেও জানা গেছে। ড্রেসিং রুম থেকে দৌড়ে বের হওয়ার সময় দরজাটা চুর্ণ-বিচুর্ণ করা হয়েছে বলে খাবার পরিবেশনকারী একজন কর্মী জানিয়েছেন। ম্যাচ রেফারি ক্রিস ব্রড ভিডিওটা দেখেছেন এবং এ ব্যাপারে কয়েকজনকে জিজ্ঞাসা করেছেন। তবে ব্রড ওই কর্মীদের নয় বরং ভিডিও দেখেই নিশ্চিত হতে চান কাচ ভাঙার ঘটনাটি কীভাবে ঘটলো।

এছাড়া মাঠে বাংলাদেশের একজন অতিরিক্ত খেলোয়াড়ের সঙ্গে শ্রীলংকার একজন ক্রিকেটারের ধাক্কা-ধাক্কিও হয়েছে। শ্রীলংকার মূল আম্পায়ার যখন ম্যাচের শেষ ওভারে দ্বিতীয় বাউন্সের জন্য ‘নো’ দিতে অস্বীকৃতি জানান তখন বাংলাদেশের একজন অতিরিক্ত খেলোয়াড় পানি নিয়ে মাঠে যান। তার সঙ্গে শ্রীলংকার একজন খেলোয়াড়কে বাগযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায়। অবশ্য তার সঙ্গে ধাক্কা লাগার বিষয়টি একেবারে ঠুনকো নয়। অতিরিক্ত এই খেলোয়াড়ের পিছু পিছু কয়েকজন শ্রীলংকান খেলোয়াড়কে বাউন্ডারির দিকে আসতেও দেখা গেছে।ম্যাচ রিফারি হিসেবে ক্রিস ব্রড পুরো বিষয়টি দেখবেন বলে জানান।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা