বুধবার , ২৫ জানুয়ারি ২০১৭ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

তামিমকে টপকে গেলেন সাকিব।।

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ২৫, ২০১৭ ২:০০ অপরাহ্ণ

নিউজিল্যান্ড সফরের দুই টেস্ট শেষে ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের। এই উন্নতির সুবাদে এর আগে তালিকায় তার উপরে থাকা টাইগার ওপেনার তামিম ইকবালকে টপকে গেছেন তিনি।

ক্রাইস্টচার্চ টেস্ট শেষে প্রকাশিত ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন ২২ নম্বরে। এর আগেই অবশ্য ওয়েলিংটনে ২১৭ রান করে ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছিলেন তিনি। তবে, শেষ টেস্টে ৫৯ ও ৮ রান করে আরও এক ধাপ এগিয়ে আসেন সাকিব।

এদিকে, টেস্টে ব্যাটিং ব্যাঙ্কিংয়ের অবনতি হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে থাকা তামিম ইকবালের। ২০ তম স্থান থেকে নেমে তিনি এখন চলে গেছেন ২৮ তম স্থানে। এই সুবাদে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিমকে টপকে সবার উপরে উঠে এসেছেন সাকিব।

উল্লেখ্য, র‌্যাঙ্কিয়ের ওই তালিকায় এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, দুই নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি আর তিন ও চার নম্বরে যথাক্রমে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি