রবিবার , ১৫ জুলাই ২০১৮ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঢাকা মেডিকেলের নার্স ঝুমুরের বাসের চাকায় ডান পায়ের পাতা বিচ্ছিন্ন

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১৫, ২০১৮ ১:১৪ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনা

রাজধানীর গুলিস্তান মোড়ে যাত্রীবাহী বাস চাপায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এক নার্সের ডান পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নাম ঝুমুর আক্তার রাখি (৩২)।

আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঝুমুর আক্তার রাখিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু রাশেদ জানান, গুলিস্তান মোড়ে রাস্তা পার হওয়ার সময় মালঞ্চ পরিবহনের একটি বাসের চাকায় পৃষ্ট হয় ঝুমুরের ডান পায়ের পাতা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আবু রাশেদ জানান, দয়াগঞ্জ থেকে মোহাম্মদপুরগামী মালঞ্চ পরিবহনের ওই বাসের চালকসহ আটক করা হয়েছে।

মেয়ের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মা তাছলিমা আক্তার। তিনি জানান, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকেন তারা। ঝুমুর সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চতুর্থ তলায় কর্মরত। বিকেল ডিউটি শেষে সে বাসায় ফিরছিল। রাস্তায় গুলিস্তান মোড়ে রাস্তা পার হওয়ার সময় সে দুর্ঘটনার শিকার হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় নার্স ঝুমুরের ডান পায়ের পাতা পুরোপুরি থেঁতলে গেছে। সে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত