ঢাকার মিরপুরে একটি বাড়ির মাটির নিচে গুপ্তধন লুকানো আছে- এরকম একটি খবর লোকমুখে ছড়িয়ে পড়ার পর পুলিশ ওই বাড়িতে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেছে।
শনিবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত খুঁড়েও সেখানে কিছু পাওয়া যায় নি। কিন্তু খননকাজের ফলে বাড়ির কাঠামো দুর্বল হয়ে পড়ায় ‘গুপ্তধনের সন্ধানে তাদের অভিযান’ আপাতত স্থগিত করা হয়েছে।
এরপর থেকে এই বাড়িটিকে ঘিরে লোকজনের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির বলেছেন, বাড়িতে রান্নাঘরসহ সাত থেকে আটটি ঘর আছে। এপর্যন্ত তারা দুটো কক্ষের মেঝে খুঁড়েছেন। এখনও সেখানে কোন ধরনের গুপ্তধনের সন্ধান পাওয়া যায়নি।
দাদন ফকির বলেন, “দুটো রুমে আমরা সাড়ে চারফুট গভীর পর্যন্ত খুঁড়েছি। এই কাজে ২০ থেকে ২৫ জন শ্রমিককে লাগানো হয়েছে। কিন্তু আমরা এখন দেখছি যে বাড়িটিতে শক্ত কোন পিলার নেই। আরো খনন করলে এটি যেকোনো সময় ধসে পড়তে পারে।”
তিনি জানান, এখন তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। তাদের পরামর্শ পাওয়ার পরেই পরবর্তী করণীয় ঠিক করবেন।

















