ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওডিআই ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। রোববার গায়ানায় অনুষ্ঠিত ম্যাচে তামিম-সাকিবের দুর্দান্ত জুটি আর শেষ দিকে মুশফিকুর রহীমের ঝড়ো ইনিংসে বাংলাদেশ করেছিল ৪ উইকেটে ২৭৯ রান। জবাবে ওয়েস্ট ইন্জিজ শেষ পর্যন্ত করে ৯ উইকেটে ২৩১ রান। বাংলাদেশ ৪৮ রানে জিতে তিন ম্যাচ ওডিআই সিরিজে ১-০-এ এগিয়ে গেল।
তামিম-সাকিবদের পর আবারো সত্যিকারের অধিনায়ক হিসেবে আবির্ভূত হন মাশরাফি মর্তুজা। বল হাতে তাকে দেখা যায় আসল রয়েল বেঙ্গল টাইগারের মতোই। ৪টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের লড়াই করার সম্ভাবনাই গুঁড়িয়ে দেন। অধিনায়ক হিসেবে দলকে উজ্জীবিত করার ক্ষমতা তার অসাধারণ। সেই কাজটি করার পাশাপাশি তিনি বল হাতেও দলকে নেতৃত্ব দিয়ে এই জয়টি ছিনিয়ে আনেন।
অথচ তার এই সিরিজে খেলা নিয়েই ছিল অনিশ্চিত। স্ত্রীর অসুস্থতার কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজে যাবেন না বলেও শোনা গিয়েছিল। সেই তিনিই মহানায়ক বনে গেলেন।
তবে ম্যান অব দি ম্যাচ হয়েছেন তামিম ইকবাল। তিনি তার ১০ ওডিআই শতক করার পাশাপাশি সাকিব আল হাসানের (৯৭) সাথে ২০৭ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে হেটমার সর্বোচ্চ ৫২ রান করেছিলেন। এছাড়া ক্রিস গেইল করেন ৪০ রান।

















