সোমবার , ২০ আগস্ট ২০১৮ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মিনায় লাখো মুসল্লির ঢল, হজের আনুষ্ঠানিকতা শুরু

প্রতিবেদক
alltimeBDnews24
আগস্ট ২০, ২০১৮ ১:৪৯ পূর্বাহ্ণ

পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে শুরু হয়েছে মুসলিমদের হজ পালনের আনুষ্ঠানিকতা। আজ রোববার মক্কার অদূরে মিনায় সাদা কাপড়ে সমাবেত হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। হজের অংশ হিসেবে মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও মক্কায় পাঁচদিন অবস্থান করবেন মুসল্লিরা।

এবার হজ পালনে ২০ লাখেরও বেশি মুসল্লি সৌদি আরবে উপস্থিত হয়েছেন। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম হলেই মুসলিমদের ওপর ইসলামের পঞ্চম স্তম্ভ হজ ফরজ হয়।

হজ পালনের সময় পুরুষরা সেলাইবিহীন দুই টুকরা কাপড় দিয়ে শরীর ঢেকে ইহরাম বাঁধবেন। আর নারীরা ঢিলা পোশাকের মাধ্যমে নিজেদের আবৃত করবেন। এ ছাড়া হজ পালনকারীদের চুল কাটা, সুগন্ধি ব্যবহার ও শারীরিক সম্পর্কের মতো বিষয় থেকে বিরত থাকতে হবে।

আগামী ২১ আগস্ট ঈদুল আজহা পালনের মধ্য দিয়ে হজ শেষ হবে। এ সময় পশু কোরবানি দিয়ে নিজেদের ভালোবাসার বস্তুকে আল্লাহর প্রতি উৎসর্গ করবেন মুসল্লিরা।

এদিকে মিনা এখন যেন তাঁবুর শহর। যেদিকে চোখ যায়, শুধু তাঁবু আর তাঁবু। এসব তাঁবুতে প্রত্যেকের জন্য আলাদা জিনিসপত্র বরাদ্দ রয়েছে। নিজ নিজ তাঁবুতে পৌঁছে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত বন্দেগিতে মগ্ন রয়েছেন মুসল্লিরা।

বাংলাদেশি হাজিদের জন্য বাংলাদেশ হজ কার্যালয়ের পক্ষ থেকে  মিনার তাঁবু নম্বরসহ মানচিত্র বিতরণ করা হচ্ছে। এ ছাড়া হজ সংক্রান্ত নানা তথ্য www.hajj.gov.bd ওয়েবসাইটে জানা যাবে।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা