আহ্বান
গাজী সাইফ জামান
চেতনার রঙ তুলিতে
বহুবর্ণিল আলোড়ন,
সম্ভাবনার বিস্তৃত ক্যানভাসে
দুর্বোধ্য মধুর
আনন্দ বিধুর
অনুভবের বিচরণ।
শুভ্র ভোর,
দুরন্ত দুপুর,
পড়ন্ত বিকেল,
স্বর্ণালী সন্ধ্যা আর
রহস্যময় রাতের আঁধারে
কত বিচিত্র তোমার রূপ!
প্রজাপতির পাখনায়,
ফসলের দোলায়,
পাখির গানে,
নদীর কলতানে,
বিমূর্ত থেকে
মূর্ত হও তুমি
ক্ষণে ক্ষণে
নির্জনে।
সবুজ আঁচলে,
মেঘের কাজলে,
বর্ষার বিন্দু বিন্দু জলে,
সমৃদ্ধির পাহাড়ে,
গভীর মায়াজালে
রেখো আমায়
সচল জীবনের আহ্বানে।
(Visited ১১ times, ১ visits today)

















