এশিয়ান গেমস ফুটবলের শেষ ষোলো থেকে বিদায় নিলো বাংলাদেশ।
শুক্রবার টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৩-১ গোলে হার মানে বাংলাদেশ। ফলে ইতিহাস গড়া হলো না লাল-সবুজদের। বাংলাদেশের পক্ষে একমাত্র সান্ত¦নাসূচক গোলটি করেন সাদ উদ্দিন।
এবারের আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর থাইল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে তারা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় কাতারকে। ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম নকআউটে উঠে বাংলাদেশ।
(Visited ১ times, ১ visits today)