শুক্রবার , ৭ সেপ্টেম্বর ২০১৮ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

যুক্তরাষ্ট্রে ‘স্বপ্নজাল’

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৭, ২০১৮ ৮:০৩ অপরাহ্ণ

পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিটি এবার যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে প্রদর্শিত হবে। পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ জানান, এবার ‘স্বপ্নজাল’ ছবিটি দেখানো হবে নিউইয়র্ক, ভার্জিনিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা ও ডালাসে। ৯ সেপ্টেম্বর বিকেল চারটায় জ্যামাইকার সিনেপ্লেক্সে, নর্থ ক্যারোলিনার রোলি শহরের ওয়েদারস্পোন স্টুডেন্ট সেন্টারে ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায়, ৭ অক্টোবর বেলা দুইটায় ভার্জিনিয়ার ডিসি সিনেমা হলে, ফ্লোরিডার অরল্যান্ডো শহরের সাউথ চেইস সিনেমা হলে ৩০ সেপ্টেম্বর বেলা দুইটায় এবং ডালাসের ভেনিশিয়ান সিনেমা হলে ৭ অক্টোবর বেলা দুইটায় ছবিটি দেখতে পাবেন দর্শক।

রাজ হামিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে আমরা বাংলাদেশের সিনেমার নিয়মিত প্রদর্শনীর আয়োজন করছি। যদি বাংলা ভাষাভাষী দর্শক হলে গিয়ে সিনেমা দেখেন, তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে।’

হামিদ জানান, এরপর ‘পোড়ামন ২’ এবং ‘মাটি’ ছবি দুটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেছেন পরীমনি, ইয়াশ রোহান, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, শাহেদ আলী প্রমুখ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস।

গিয়াস উদ্দিন সেলিমের প্রথম চলচ্চিত্র ‘মনপুরা’। এই ছবিতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মনির খান শিমুল প্রমুখ।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত