বুধবার , ৭ নভেম্বর ২০১৮ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চেয়ারম্যান নান্টু হত্যার মুল পরিকল্পনাকারীসহ ৮ জন গ্রেফতার

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ৭, ২০১৮ ৬:৩৮ অপরাহ্ণ

বরিশালের উজিরপুর উপজেলায় জল্লা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশ^জিৎ হালদার নান্টু হত্যাকান্ডের দেড় মাস পর পুলিশ মুল পরিকল্পনাকারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে। এনিয়ে গ্রেফতারের সংখ্যা দাড়ালো ২০ জন।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টায় ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে একটি পিস্তল। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বুধবার সাংবদিক সম্মেলনে জানান, এ ৮ জন বিশ^জিৎ হত্যকান্ডের মুল পরিকল্পনার সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া পিস্তলটি দিয়ে বিশ^জিৎত কে গুলি করা হয়েছে। তবে কিলিং মিশনে প্রত্যক্ষভাবে অংশ নেওয়া ২ জনকে এখনও গ্রেফতার করা যায়নি।

গ্রেফতার হওয়া ৮ জন হচ্ছেন হত্যা মামলার এজাহারভূক্ত আসামী মো. শাকিল ইসলাম রাব্বী (২৫), মামুন শাহ (৩৫), কাউসার সেরনিয়াবাত ও এরশাদ এবং এজাহার বহির্ভূত কুদ্দুস হাওলাদার, হাদিরুল ইসলাম হাদী, দিপু ও সোহাগ। তবে পুলিশ তাদের ঠিকানা প্রকাশ করেনি।

পুলিশ সুপার বলেন, মোহাম্মদপুরে মামুন শাহ’র বাব্যসায়িক প্রতিষ্ঠান থেকে তাকেসহ অপর ৭ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চেয়ারম্যান নান্টু হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে, স্থানীয় আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনপ্রিয় চেয়ারম্যান নান্টুকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে দুই বন্ধু রাব্বী ও মামুন শাহ জল্লা এলাকায় তাদের রাজনৈতিক অবস্থান সুদুঢ় করার ক্ষেত্রে পথের কাটা মনে করতো চেয়ারম্যান নান্টুকে। মামলার তদন্তের স্বার্থে এর চেয়ে বেশী তথ্য জানাতে অপরাগতা জানানা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে জল্লা ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত এক দৃবৃর্ত্তর গুলিতে নিহত হন ওই ইউনিয়নের চেয়ারম্যান বিশ^জিৎ হালদার নান্টু। দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে একজন নেমে নান্টুর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি করে ফের মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় নান্টুর পিতা অজ্ঞাতনামা ৭/৮ জন মোট ৩২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, হত্যাকান্ডের পর পরই অভিযান চালিয়ে স্থানীয় ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কেউ কেউ হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে মঙ্গলবার ঢাকায় গ্রেফতার হওয়া ৮ জন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারে আটক ‘ভূতুড়ে জাহাজটি’র গন্তব্য ছিল বাংলাদেশ

বরিশালে সেবার মান আরো বৃদ্ধি করতে বিএমপি পুলিশে ৪ টি নতুন পিকআপ সংযোজন

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ বরিশালে প্রদর্শিত হলো স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কালপুর’।।

পটুয়াখালীতে বেপরোয়া গতিতে এসে পুকুরে ডুবে গেল বাস

পিএসজিকে ‘জাহান্নাম’ বললেন নেইমার

বানারীপাড়ায় যৌতুকের দাবীতে স্ত্রীর পায়ের রগ কর্তন : স্বামী গ্রেফতার

বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন যারা

জেনেভায় বাংলাদেশের লেবার রাইট সংক্রান্ত বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার

নতুন ই-কমার্স সাইট শপহুডস