শুক্রবার , ৯ নভেম্বর ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আত্রাইয়ে রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ৯, ২০১৮ ৯:২৮ অপরাহ্ণ

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে ঢাকা ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। বিকেল ৩টার ট্রেনটি আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে চলাচলকারী সব ট্রেন বন্ধ রয়েছে।

আত্রাই আহসানগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, রেল লাইনের ওপর একটি কাটা গাছ পড়ে ছিল। ট্রেনের ইঞ্জিন কাটা গাছ পার হলেও বগিগুলো যেতে না পারায় ট্রেনের গতি কমে যায়। পরে একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছে শতশত ট্রেন যাত্রী।

তিনি আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ার খবর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এলে বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়