শুক্রবার , ৭ ডিসেম্বর ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আপিলেও বাদ ইমরান-ডা. জাহিদ

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ৭, ২০১৮ ৮:৪৭ অপরাহ্ণ

আপিলেও হেরে গিয়ে নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়লেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন তার বাতিল হওয়া মনোনয়নপত্র নিয়ে আপিল শুনানি করে। ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বরে ভুল থাকায় আপিলেও হেরে যান তিনি।

এ ছাড়া এদিন বিএনপি প্রার্থী ডা. আবু জাফর জাহিদ হোসেন (জেডএম জাহিদ) এর আপিল গ্রহণ করা হয়নি। এখন এ দু’জনের উচ্চ আদালত যাওয়া ছাড়া আর কোনো পথ নেই।

কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন ইমরান এইচ সরকার। আর ময়মনসিংহ-৪ আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন বিএনপি নেতা জেডএম জাহিদ। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় এবং আপিল পেন্ডিং থাকায় ও দণ্ড স্থগিত না হওয়ায় জেডএম জাহিদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন ভবনের অস্থায়ী এজলাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানি তাদের শুনানি করেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়