শনিবার , ২৯ ডিসেম্বর ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আবার থ্রি-জি ও ফোর-জি বন্ধের নির্দেশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২৯, ২০১৮ ৮:১৫ অপরাহ্ণ

আগামীকাল রোববার ভোটগ্রহণকে সামনে রেখে দেশজুড়ে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের (থ্রি-জি ও ফোর-জি) মোবাইল ইন্টারনেট সেবা আবার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দুপুরের পর মোবাইল অপারেটরগুলোকে এই নির্দেশ দেওয়া হয়।

গ্রাহকেরা জানিয়েছেন, তারা বেলা ৩টা থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন না। বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।

অবশ্য ২জি ইন্টারনেট চালু রাখতে বলেছে বিটিআরসি। এর ফলে গ্রাহকেরা মুঠোফোনে কথা বলতে পারবেন। আবার ২জি সেবা ব্যবহার করে ধীরগতির ইন্টারনেটও চালাতে পারবেন।

আগামীকাল রোববার সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সঙ্গে বিটিআরসি ও মোবাইল অপারেটরদের বৈঠকে ভোটের দিন দ্রুতগতির ইন্টারনেট বন্ধের বিষয়ে আলোচনা হয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ ছিল।

থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ হওয়ায় ইন্টারনেটে বার্তা পাঠানো ও গ্রহণ করা গেলেও ভিডিও দেখা সম্ভব হবে না। ছবি আদান-প্রদান করাও কঠিন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার ক্ষেত্রে খুবই ধীর গতির মুখোমুখি হবেন গ্রাহকেরা।

নির্বাচন কমিশনের আহ্বানে শুক্রবার বিকেল থেকে মোবাইল ফোনে অর্থ লেনদেন বন্ধের নির্দেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এটি ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত কার্যকর থাকবে।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়