বুধবার , ২ জানুয়ারি ২০১৯ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করল জাতিসংঘ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২, ২০১৯ ২:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এই প্রশংসা করে এক বিবৃতি দিয়েছেন।

এতে নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতীয় সংসদ নির্বাচনের পর জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ব্যাপারে অবগত আছে জাতিসংঘ।’

বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মুখপাত্র বলেছেন, ‘আমরা নির্বাচনী প্রচারণার সময় এবং নির্বাচনের দিনে প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’

তবে নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ওই মুখপাত্র বলেছেন, ‘আমরা নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি; যাতে মানুষ তাদের সাধারণ অধিকার ভোগ ও মত প্রকাশ করতে পারে।’

‘আমরা শান্তিপূর্ণ ও আইনী উপায়ে নির্বাচনী অভিযোগগুলোর সুরাহা করার জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। সহিংসতা এবং মানুষ ও সম্পত্তির ওপর আঘাত গ্রহণযোগ্য নয়।’

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়