নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

0
997

Sharing is caring!

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। আজ রোববার জাতিসংঘের বাংলাদেশ অফিসের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নতুন সরকারসহ অন্য জাতীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। সর্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ তার প্রতিশ্রুতি রাখবে বলেও আশা প্রকাশ করে বৈশ্বিক এ সংস্থাটি। জাতিসংঘের ২০৩০ সালের বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এসডিজির ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সুশাসন ও আইনের শাসন বাস্তবায়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

এ ছাড়া মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকা পালনে স্বাগত জানানো হয়

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here