বরিশালে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আশঙ্কা, নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

0
508

Sharing is caring!

অনলাইন ডেস্কঃ বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হয়েছে। এতে রাজধানীর নিম্ন এলাকার সড়কগুলি ডুবে গেছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩১ মিলি মিটার. বৃষ্টি রেকর্ড করা হয়। এদিকে দেশের নদী বন্দরে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- বুধবার সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হ্ওায়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরেক বিজ্ঞপ্তিতে জানায়- বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’’

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here