রবিবার , ১০ মার্চ ২০১৯ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১০, ২০১৯ ১১:৪৪ অপরাহ্ণ

জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল অসুস্থ। ৩৭ বছর বয়সী এ বাঁ-হাতি স্পিনারের ব্রেন টিউমার ধরা পড়েছে। রাজধানীর আসগর আলী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সিটি স্ক্যানের পর তার ব্রেন টিউমার হয়েছে বলে জানান।

সপ্তাহখানেক আগে ব্রেন টিউমার ধরা পড়ার পর মোশাররফ রুবেল উন্নত চিকিৎসার জন্য ১৩ মার্চ সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানান। সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচার হবে।

মোশাররফ রুবেলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘চিকিৎসকরা সিটি স্ক্যানের পর ব্রেনে টিউমারের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। তবে সেটা প্রাথমিক পর্যায়ে আছে বলে আশ্বস্ত করেছেন।’

মোশাররফ রুবেল বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর ডাক্তারের কাছে যাই। সেখানেই পরীক্ষা-নীরিক্ষার পর ব্রেন টিউমার ধরা পড়ে। তবে এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আশা করছি, দ্রুত অস্ত্রোপচার করাতে পারলে আল্লাহ সুস্থ করে দেবেন। সিঙ্গাপুরের ভিসা করতে দিয়েছি। সম্ভবত ১৩ মার্চ সিঙ্গাপুর যেতে পারবো।’

মোশাররফ রুবেলের খুব কাছের বন্ধুর কাছ থেকে জানা গেছে, গত জানুয়ারিতে বিপিএলের সময় প্রথম অসুস্থ হয়ে পড়েছিলেন মোশাররফ রুবেল। বিপিএল চলাকালীন টিম হোটেলে এক রাতে ঘুমের ঘোরে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। যে রাতে তিনি অজ্ঞান হন, সে রাতে তার রুমমেট ছিলেন আরেক সিনিয়র ক্রিকেটার জিয়াউর রহমান জিয়া। পরে তাকে হাসপাতালে নেয়ার পর আবার জ্ঞান ফিরে অসে।

কিন্তু বিপিএলের পর অল্প সময়ের ব্যবধানে কয়েক দিন আবার অজ্ঞান হয়ে পড়লে ডাক্তারের পরামর্শে তার মাথায় সিটি স্ক্যান করানো হয়। সেই সিটি স্ক্যানেই ব্রেন টিউমার ধরা পড়ে। তবে মোশাররফ রুবেলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘চিকিৎসকরা জানিয়েছেন টিউমারটি প্রাথমিক পর্যায়ে। আশা করা যায় সার্জারির পর সুস্থ হয়ে উঠবেন তিনি।’

সৃষ্টিকর্তা তার সহায় হোন পরিবার ক্রিকেটার মোশাররফ রুবেলের আরোগ্য কামনা করছে।

প্রসঙ্গত জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোশাররফ রুবেল। ৪টি উইকেটও রয়েছে তার নামের পাশে। সেরা বোলিং ২৪ রানে ৩ উইকেট। ২০০৮ সালের ৯ মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া মোশাররফ রুবেল ২০১৬ সালের ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে একুশে পদকপ্রাপ্ত নিখিল সেনের প্রতি বিভিন্ন সংগঠনের শেষ শ্রদ্ধা

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Admission instructions of HSC: Published

মঙ্গলবার সকালে উপকূলে আঘাত হানতে পারে ‘মোরা’।।১০ নম্বর মহাবিপদ সংকেত ।।

কুমিল্লায় গাঁজাসহ দুই ভারতীয় গ্রেপ্তার

বরিশাল সিটি মেয়রের অনুরোধে দোকান-পাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি

ভান্ডারিয়ায় জাল নোট প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি মূলক কর্মশালা

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে অসচ্ছল অসমর্থ ও দুস্থ ক্রীড়াবিদের মাসিক ভাতার অনুদানের চেক বিতরণ

সকল কারাগারে হঠাৎ সতর্কতা জারি

বরিশালের ঐতিহাসিক কড়াপুর মিয়াবাড়ি জামে মসজিদ পরিদর্শনে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত