র‌্যাবের অভিযানে জঙ্গী সংগঠন এবিটির সদস্য বরিশালের মেহেদিসহ আটক ২

0
153

Sharing is caring!

নরসিংদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

- Advertisement -

নরসিংদীর পলাশ এলাকা থেকে আজ শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর জেলার কাপাসিয়ার মোহাম্মদ শিহাব উদ্দিন ওরফে সৌরভ (২৪) ও বরিশাল জেলার উজিড়পুরের মেহেদী হাসান ওরফে রাশেদুল ইসলাম (২২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল পলাশে অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করা হয়।

আটক মোহাম্মদ শিহাব উদ্দিন ওরফে সৌরভ (২৪) মিরপুর থেকে ম্যাক্যানিকাল কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে। ২০১৬ সাল হতে নরসিংদীর পলাশে একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত আছে। শিহাব অধ্যায়নরত অবস্থায় জসিম উদ্দীন রাহমানির লেকচার শুনে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। ২০১৪ সালের দিকে আফগানিস্তান ও সিরিয়াসহ মুসলমানদের উপর বিভিন্ন হামলার চিত্র দেখে তার মধ্যে উগ্রবাদী চেতনা আরো বেশি প্রকট হয়। পরবর্তিতে কথিত বড়ভাই এর মাধ্যমে ২০১৬ সালে এবিটিতে যোগদান করে সে।

অসংখ্য ভুয়া ফেসবুক আইডিসহ টর ব্রাউজার ইত্যাদি এ্যাপস্ ব্যবহার করে সদস্য সংগ্রহ করতো সে। তার মাধ্যমে রাশেদুল ইসলাম গত ৪ মাস আগে আনসার আল ইসলামে যোগদান করে।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here