সোমবার , ১ এপ্রিল ২০১৯ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে মুক্তিযুদ্ধের বই মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ১, ২০১৯ ২:৪৪ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের আদর্শই হোক আমাদের চেতনা এই স্লোগান নিয়ে বরিশাল সরকারী ব্রজমোহন কলেজ মুল ভবন মাঠে ব্রজমোহন কলেজ সংস্কৃতিক পরিষদের আয়োজনে তিনদিন ব্যাপি মুক্তিযুদ্ধর বই মেলা অনুষ্ঠিত হয়। আজ ৩১ মার্চ রবিবার সকাল ১১ টায় দ্বিতীয় দিনের ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল, প্রফেসর নুসরাত জাহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সংস্কৃতির পরিষদ সরাসরি ব্রজমোহন কলেজ বরিশাল, সঞ্জীব সমাদ্দারসহ আরো অনেকে।
প্রথমে প্রধান অতিথিসহ অন্য সকল অতিথিরা জাতীয় সংগিত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃর্তিতে শ্রদ্বাঞ্জলী নিবেদন করেন। পরে অতিথিরা অলোচনা সভায় মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারন করেন। আলোচনা সভা শেষে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি ও মুক্তিযোদ্ধা কাজল ঘোষকে সংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মেলায় ১১টি স্টল রয়েছে তাতে ভাষা আন্দোলন, স্বাধীনতা-সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বাই স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে সন্ধা ছয়টা পর্যন্ত চলবে।
(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়