বাংলা নববর্ষ কে সামনে রেখে আজ ১২ এপ্রিল দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়।বাংলাদেশ শিশু একাডেমীর বরিশাল এর আয়োজনে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে।বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে বরিশালে বিভাগীয় পর্যায়ে ছড়া গান, লোকসংগীত, দলীয় লোকনৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল, পঙ্কজ রায় চৌধুরী, প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মাহবুবা হোসেনসহ এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দরাসহ বিভিন্ন স্কুলের অংশগ্রহণকারীরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
(Visited ৩ times, ১ visits today)

















