লাইট হাউস কনসোর্টিয়াম এর আয়োজনে এইচআইভি/এইডস এমএসএম ও হিজড়াদের মানবাধিকার যৌনকাজ সম্পর্কে সভা।।

0
1385

Sharing is caring!

মোঃ শাহাজাদা হিরা.

- Advertisement -

সিনিয়ার স্টাফ রির্পোটার.

২৩ ফব্রেুয়ারি ২০১৭ তারিখ সকাল ১০ টায় লাইট হাউস কনসোর্টিয়াম এর আওতায় দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর, বি এর অধীনে Health Service provider, Religious leader, Lawyer, Journalist, Law enforcement agency and other civil society representatives দের নিয়ে লাইট হাউস বরিশাল ডিআইসিতে। সংবেদনশীলতা বিষয়ক সভা (Sensitization meeting) অনুষ্ঠিত হয়। সভায় ডিআইসির ম্যানেজার জলিল শিকদার উপস্থিত সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে লাইট হাউজের এমএসএম এবং হিজড়াদের নিয়ে পরিচালিত কার্যক্রম এর অগ্রগতি (ডিসেম্বর, ২০১৫ থেকে ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত) মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করেন। এসময় উপস্থিত ছিলেন ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন, বরিশাল এবং আইসিডিডিআর, বি এর প্রতিনিধি। সভায় ডেপুটি সিভিল সার্জন, এইচআইভি/এইডস এমএসএম ও হিজড়াদের মানবাধিকার ও নিরাপদ যৌনকাজ সম্পর্কে অংশগ্রহনকারীদের মধ্যে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন সমাজের অনেক লোক এখনও এইচআইভি/এইড্স এর ভয়াভয়তা স¤পর্কে অবগত নন বিধায় তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। সভায় বাংলাদেশসহ বিশ্বে বর্তমান এইচআইভি সংক্রমন অবস্থা ও এর সম্ভাব্য ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় হিজড়া এবং এমএসএমদের প্রকল্পে অংশগ্রহণ ও তাদের সমস্যা নিয়ে বিবিধ আলোচনা শেষে ডিআইসির ম্যানেজার জলিল শিকদার উপস্থিত সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

(Visited 138 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here