জেগে থাকুক মানবতা।।
রির্পোটঃজাকারিয়া অালম দিপু.
।।৮ই জানুয়ারী ২০১৭।।
ইতিমধ্যে দেশের বিভিন্নস্থানে শীত পড়তে শুরু করেছে!শীতকাল যেমন প্রকৃতিময় কুয়াশা ভরা শিশিরের সৌন্দর্য,আনন্দ, নিয়ে হাজির হয়,তেমনি অসহায় মানুষের জন্য নিয়ে আসে দুংখ-কষ্ট ভরা জীবন।শীতে এসব অসহায় মানুষ কষ্টে জীবন যাপন করে।মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।সমাজের অসহায় অবহেলিত মানুষের জন্য এগিয়ে আসে কিছু নিরস্বার্থ মানুষ। তেমনি করে বরিশালের নিরস্বার্থ বরিশাল সমস্যা ও সম্ভবনা গ্রুপ এগিয়ে আসে।বরিশালের সমস্যা ও সম্ভবনা গ্রুপে বরিশালের জেলা প্রশাসক রাত ১০টায় একটি পোষ্ট দেন।মাত্র দুঘণ্টা পূর্বে দেওয়া পোস্টের প্রতিক্রিয়ায় অর্ধসহস্রাধিক লাইক ও দুশো কমেন্ট পড়ে। কনকনে শীত উপেক্ষা করে রাত সাড়ে ১২টা পর্যন্ত ৫০ জন সম্মানিত গ্রুপের সিটিজেন জানালিষ্ট বৃন্দ গভীর রাতে উপস্থিত হন সার্কিট হাউজে। ব্রিফিং শেষে সকলে হেটে লঞ্চ ঘাটে উপস্থিত হন। লঞ্চ ঘাটে ভাসমান শীতার্ত মা, শিশু, বৃদ্ধসহ ১৪৫ জন মানুষের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেওয়া হয়। রাত প্রায় দুটোয় শেষ হয় বিতরণ। শীতার্ত মানুষের মুখে উষ্ণ হাসি শীতের কষ্টকে হার মানিয়েছে। গ্রুপের সদস্যদের মানবতাবোধের জাগরণে বরিশালবাসী অভিভূত।
এসময় উপস্থিত ছিলো বরিশালের জেলা প্রশাসক ডঃ গাজী মোঃ সাইফুজ্জামান ,আহসান হাবিব অতিরিক্ত জেলা প্রশাসক,আবুল কালাম আজাদ অতিরিক্ত জেলা প্রশাসক,জেলা ম্যাজিস্টেট জাকির হোসেন,এনডিসি নাহিদুর করিম,বিপিপির এ্যাডমিন দিপু হাফিজুর রহমান সহ বরিশাল সিটিজেন জার্নালিষ্ট টিম।
মানুষের প্রতি মানুষের মমতায় জেগে থাকুক মানবতা।জয় হোক মানবতার।
ফটোগ্যালােরিঃ
ভিডিওঃ