চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩জন

0
406

Sharing is caring!

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ নেতা-কর্মী আহত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে স্থানীয় বিতর্কিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর অনুসারীদের মধ্যে কলেজ ক্যম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইমন (২০), সোহেল (২৫), মনির (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ ধাওয়া- পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে ।

সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, কলেজের ছাত্রদের দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এতে ছাত্রলীগের কয়েকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, চট্টগ্রাম কলেজে সংর্ঘষে আহত অবস্থায় তিন জনকে চমেকে আনা হয়েছে। আহতরা সবাই চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে টিনু গ্রুপের প্রধান নুর মোস্তাফা টিনু বলেন, কলেজের জুনিয়র সিনিয়র ছাত্রদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে একটু সমস্যা হয়েছে। পরে আমরা তা সমাধান করে ফেলেছি। তেমন কোন মারামারি হয়নি।

(Visited 3 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here