মোঃ শাহাজাদা হিরা ॥
সিনিয়ার স্টাফ রির্পোটার.
মেধাবী ছাত্র জিহাদ সড়ক দুর্ঘটনায় এখন পঙ্গু শিরোনামে গত ২৭ ফেব্রুয়ারি বরিশালের অন্যতম দৈনিক শাহনামা পত্রিকায় প্রকাশিত সংবাদের পরে গতকাল ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান মেধাবী ছাত্র জিহাদকে দেখতে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি জিহাদ ও তার মায়ের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেয়। জিহাদের চিকিৎসা সেবার জন্য ১০ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করে জিহাদের দ্রুত সুস্থ্যতা কামনা করে এবং মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সমাজসেবাকে সার্বিক সহযোগিতা করতে বলেন। এ সময় উপস্থিত ছিলেন, এস এম সিরাজুল ইসলাম, পরিচালক, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ডঃ আব্দুল কাদের, উপ-পরিচালক, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সাজ্জাদ পারভেজ, প্রবেশন অফিসার (জেলা), শেখ জহির উদ্দিন আহাম্মাদ, মেডিকেল সমাজসেবা অফিসার। উল্লেখ্য, গত ২৩ ফেব্র“য়ারী রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মাদ্রাসা ছুটির পরে মায়ের সাথে রূপাতলী থেকে মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরন পয়েন্টে গেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া বাস (ভোলা জ-১১-০০১১) কোনো সংকেত না দিয়ে ভোলার রাস্তায় ঢুকতে গেলে মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিহাদ ও তার মাসহ মটর সাইকেলের চালক মারাত্মক ভাবে জখম হয়। তাদের আরোহন করা মটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে এলাকাবাসিরা তাদের অচেতন অবস্থায় শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে তাৎক্ষনিক ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়। জিহাদ’র মা ও গাড়ী চালক আশঙ্কামুক্ত হলেও জিহাদের দেহ থেকে তার বাম পাটি বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে তারা শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জিহাদ বরিশাল রওযাতুল জান্নাত কামিল মাদরাসার অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র। সে বরিশাল সদর উপজেলা থেকে ২০১৪ সনে পঞ্চম শ্রেণীর সমাপণী পরীক্ষায় অংশগ্রহণ করে অ+ ও বৃত্তি লাভ করে। এদিকে, জেলা প্রশাসক বরিশালে মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনা মা কহিনুর বেগমকে দেখতে তার কেবিনে যান সেখানে তার অসুস্থ্যতার বিষয়ে খোজ-খবর নেন। এসময় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আরিফকে দেখে তার বিষয়ে খোজ-খবর নেন এবং সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সমাজসেবাকে সার্বিক সহযোগিতা করার জন্য বলেন। পরে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ’র পরিচালককে সাথে করে হাসপাতালের বিভিন্ন ইউনিট ও রোগীদের জন্য খাবার তৈরীর রান্না ঘরের পরিবেশ ও খাবারের মান পর্যবেক্ষণ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর ডিসি মহোদয়কে নিয়ে পরিচালক চতুর্থ শ্রেণী স্টাফ জামে মসজিদের উন্নয়ন কাজ দেখতে যান সেখানে ডিসি মহোদয় মুসল্লিদের সাথে মসজিদ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। মসজিদ সংলগ্ন ও চতুর্থ শ্রেণী স্টাফদের কোয়ার্টারের জমিতে অবৈধ ভাবে দখল করে বিভিন্ন স্থাপনা ও দোকান পাট নির্মাণ করেছে অসাধু ব্যবসায়ীরা তাদের ৪৮ ঘন্টার মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেবার জন্য নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। তিনি সকলের সহনশীলতা, আন্তরিকতা ও পারস্পরিক সম্মান প্রদর্শন ও সহযোগিতার মাধ্যমে মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার অধিকতর মান বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে।
ফটোগ্যালারী:




















