বুধবার , ৮ মার্চ ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযোগী করে গড়ে তোলা করার দাবি জেবুন্নেসা আফরোজের।।

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ৮, ২০১৭ ১০:০০ অপরাহ্ণ

বরিশাল-কুয়াকাটা সড়ক চারলেন করার দাবি জানিয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শ্রমিক থেকে রাষ্ট্রপরিচালনায় আজ নারীরা অধিষ্ঠিত। নারী ক্ষমতায়নে বাংলাদেশে অবস্থান আজ বিশ্বের প্রথম ১০টি দেশের মধ্যে। বাংলাদেশ নারী অগ্রযাত্রায় অনেক দেশের চেয়ে এগিয়ে। তাই নারী হিসেবে আমি গর্বিত। আজ আন্তর্জাতিক নারী দিবসে শ্রদ্ধা জানাই আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ নারী আমার মা, মহীয়সী নারী আমার গর্ভধারিণী মাকে শ্রদ্ধা। স্বাগত জানাই আমার মেয়েসহ ভবিষ্যৎ প্রজন্মের নারীদের, যারা এ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

নিজ এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জেবুন্নেসা আফরোজ বলেন, বরিশালের প্রত্যন্ত অঞ্চলে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। সেসব এলাকায় বিদ্যুতের আলো পৌঁছানোর অনুরোধ করছি। এছাড়া বর্ষামৌসুমে নদীতে ভেঙে যাওয়া রাস্তা-ঘাট মেরামতের প্রয়োজন। বরিশাল নৌ-বন্দরের উভয় পাশে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে এটিকে আরো অধুনিক ও আকর্ষণীয় করার দাবি এই নারী সংসদ সদস্যের।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নির্মাণ, নতুন নতুন বিভাগ চালু, বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযোগী করে গড়ে তোলা ও বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানান তিনি। এসব দাবি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

বিশ্বে বাংলাদেশের অবস্থান তুলে ধরে জেবুন্নেসা আফরোজ বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ প্রগতিশীল দেশ হিসেবে খ্যাতি লাভ করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশের উন্নয়ন। সকল বাধা উপেক্ষা করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, যা ২০১৮ সালের সম্পন্ন হবে।

বক্তৃতাকালে তিনি বিএনপির সরকারের সময়কালে দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে বর্তমান সরকারের অর্থনৈতিক উন্নতির তুলনামূলক উন্নয়ন চিত্র তুলে ধরেন।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়