সোহানুর রহমান: জলবায়ু পরিবর্তন জনিত প্রতিকূলতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগ দরকার। শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে প্রাতিষ্ঠানিক দায়িত্ব-সহযোগীতা-সমন্বয়-সক্
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. গাউস বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ুর পরিবর্তন বন্ধ করা সম্ভব নয় । ভৌগোলিক ও ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের প্রকোপ যেমনি বাড়ছে, তেমনি বাড়ছে এর ক্ষতির মাত্রা ও পরিধি। বরিশাল প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় রোল মডেল। সরকার, সুশীল সমাজ ও উন্নয়ন অংশীদারদের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই অগ্রগতি সম্ভব হয়েছে। তারপরও বরিশাল বিভাগসহ উপকূলীয় অঞ্চলের ১৯ জেলার ৭ কোটি মানুষ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। সিডরসহ সম্প্রতি ঘটে যাওয়া দুর্যোগগুলো এই এলাকার মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে। যার মধ্যে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশু, নারী ও প্রতিবন্ধী মানুষেরা। জলবায়ু পরিবর্তনের ফলে বয়স্ক ব্যক্তিদের চেয়ে বেশি ঝুঁকিতে পড়ে শিশুরা। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সবার আগে শিশুদের সুরক্ষা দরকার। যেকোন প্রতিকূলতা আর দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় একত্রে কাজ করলে আগের চেয়ে অনেক ক্ষতি কম হবে।
আজ সোমবার বরিশাল নগরীর হোটেল গ্রান্ডপার্ক মিলনায়তনে এ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) এই পরামর্শ সভার আয়োজন করে। বিসিএএস ফেলো ওমর তারেক চৌধুরীর উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ। তিনি সিডর, আইলা ও রোয়ানু-পরবর্তী বরিশাল অঞ্চলের ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শনে শিশুদের নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে দুর্যোগকালীন ঝুঁকি হ্রাসে শিশু ও যুব সমাজের ভূমিকা, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও জরুরি সময়ে শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়।
বিসিএএস’র পরিচালক ও সিনিয়র ফেলো দ্বিজেন মল্লিকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোশাররফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, আইসিডিএ’র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, সাংবাদিক সুশান্ত ঘোষ, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্নয়ক সোহানুর রহমান, সংগঠক শাকিলা ইসলাম প্রমুখ। বক্তারা শিশুকেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন ও দুর্যোগের ঝুঁকি হ্রাসে জেলা অনুযায়ী চাহিদা নির্ধারন করে পৃথক কর্মপরিকল্পনা করার ওপর গুরুত্বারোপ করেন।

















