রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
মিয়ানমারের নেত্রী আং সা সুচির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি উঠেছে।। ইতমধ্যে এই দাবির পক্ষে অনলাইনে এক আবেদনে স্বাক্ষর করেছেন লক্ষ লক্ষ মানুষ।। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর ব্যাপক মানবাধিকার লংঘন হওয়ার পরেও এই ব্যাপারে কোন পদক্ষেপ নিতে ব্যার্থ হওয়ায় সুচির শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।। চেঞ্জ ডট অর্গে ওই আবেদনে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে লক্ষ লক্ষ মানুষ।। এর আগেও মুসলিমদের ওপর নির্যাতনের ব্যাপারে আং সা সুচি তার নিশ্চুপ ভূমিকা পালন করেন।।এ কারনে আগেও সমালোচিত হয়েছেন তিনি।
(Visited ১২ times, ১ visits today)















