ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং কাচিয়া গ্রাম থেকে মহিউদ্দিন কালু (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
রবিবার মধ্যরাতে ৩নং কাচিয়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত কালু ওই গ্রামের মৃত সেরাজল ইসলাম মিন্টুর ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছেন, রোববার রাত সাড়ে আটটার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা অফিসার্স ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
(Visited ১২ times, ১ visits today)

















