শুক্রবার , ১৫ জানুয়ারি ২০২১ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৩০ নারীকে পুতুল তৈরী ও বাটিক প্রশিক্ষণ দিল প্রিজম

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৫, ২০২১ ৪:৩২ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি ও চাঁপাইনবাবগঞ্জে বাটিক ও পুতুল তৈরী বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। কর্মশালা দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প, ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। এতে বিনামূল্যে ৩০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে স্কিটিতে ওই কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। চার ব্যাচের এ কর্মশালার শেষ ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। মোট ৮০ জন কর্মকর্তাকে এ লিডারশীপ ডেভলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করল প্রিজম প্রকল্প এবং বিসিক।

রাঙ্গামাটির সদর উপজেলার সাপছড়িতে পুতুল তৈরী প্রশিক্ষণে ১৫ জন নারী অংশ গ্রহণ করেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের ফুড অফিস মোড়ে আদিবা বুটিক হাউজে বাটিক ডিজাইন কোর্সে ১৫ নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

এদিকে ঢাকায় বিসিক কর্মকর্তাদের ‘লিডারশীপ ডেভলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ শেষ হয়েছে। উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিন দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণের যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়