স্টাফ রিপোর্টার ॥
বকেয়া ২৭ কোটি টাকা পরিশোধ না করায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৬টি পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার সকাল থেকে পশ্চিম কাউনিয়ার ময়লাখোলা, কাউনিয়া, মুন্সীর গ্যারেজ, কুদঘাটা, কাজীপাড়া ও ভাটিখানা পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওজোপাডিকো। ফলে এ পাম্পগুলো থেকে গ্রাহকদের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছে এসব এলাকায়। এলাকার বাসিন্দাদের অন্য এলাকায় গিয়ে গোসল সারতে হয়েছে। অনেকে আবার যানবাহনে অন্য এলাকা থেকে পানি বয়ে নিয়ে এসে প্রয়োজন মেটাচ্ছেন। শুধু পানি নয়, নগরীর কয়েকটি এলাকায় সড়ক বাতির বিদু্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওজোপাডিকোর দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, বিসিসির কাছে বিদু্যুৎ বিল বাবদ ২৭ কোটি টাকা পাওনা হয়েছে। বকেয়া পরিশোধের চূড়ান্ত আলটিমেটাম মঙ্গলবার শেষ হয়েছে। এ সময়ের মধ্যে কোনো টাকা পরিশোধ না করায় বুধবার সকাল থেকে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করা হয়। দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে বিসিসি’র ৯৩টি বিদু্যুৎ সংযোগের সবগুলো বিচ্ছিন্ন করা হবে। এদিকে বিদু্যুৎ বিভাগের এমন কঠোর অবস্থানের কারণে পানি সরবরাহ এবং সড়ক বাতি পুরোপুরি বন্ধ হয়ে গেলে নগরে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহি প্রকৌশলী আমজাদ হোসেন জানান, তার অধীনে বিসিসির ৪৭টি সংযোগ রয়েছে। বুধবার ৬টি পানির পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ করা না হলে অন্য সংযোগগুলোও পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহি প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, তার অধীনে বিসিসির সংযোগ ৪৬টি। বৃহস্পতিবার থেকে তারা সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করবেন। বিসিসির পানি শাখার নির্বাহি প্রকৌশলী মনিরুল ইসলাম স্বপন জানান, পশ্চিম কাউনিয়ার ময়লাখোলা, কাউনিয়া, মুন্সী গ্যারেজ, কুদঘাটা, কাজীপাড়া ও ভাটিখানা পানির পাম্পের বিদু্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওজোপাডিকো। ফলে এ পাম্পগুলো থেকে গ্রাহকদের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ওজোপাডিকোর নির্বাহি প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বিসিসি বিদু্যুৎ বিল দিচ্ছে না। এ নিয়ে বহুবার বিসিসির সঙ্গে ওজোপাডিকোর আলোচনা ও নোটিশ দেয়া হয়েছে। এমনকি চলতি অর্থবছরের গত আট মাসে কোনো বিল পরিশোধ করেনি বিসিসি। ফলে তাদের কাছে বিদু্যুৎ বিভাগের মোট বকেয়া পড়েছে ২৭ কোটি টাকা। বকেয়া পরিশোধের জন্য সর্বশেষ ওজোপাডিকোর খুলনা অফিস থেকে বিসিসিকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়। নোটিশে নির্ধারিত সময় মঙ্গলবারের মধ্যে বকেয়া পরিশোধ না করায় তারা সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছেন। এ প্রসঙ্গে বিসিসির প্রধান নির্বাহি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, বকেয়া বিলের জন্য অর্থ চেয়ে মন্ত্রণালয়ে বারবার চিঠি পাঠানো হচ্ছে। টাকা বরাদ্দ পেলেই বিল পরিশোধ করা হবে না। টাকার জন্য পানির পাম্প অচল করে দিয়ে জনগণকে দুর্ভোগে ফেলা বিদ্যুৎ বিভাগের ঠিক হয়নি।
(Visited ৭ times, ১ visits today)

















