মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে বানারীপাড়া উপজেলার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল জেলার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আজ ১ মার্চ সোমবার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে সাকরাল গ্রামে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া রিপন কুমার সাহা, বানারীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, বানারীপাড়া পৌরসভা মেয়র সুভাষ চন্দ্র শীলসহ প্রমুখ। মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের থাকার জন্য ঘর নির্মাণ করা হবে। এর মধ্যে গত ২৩ জানুয়ারি বরিশাল জেলার ১০০৯ টি পরিবারের মাঝে ভূমি এবং গৃহ হস্তান্তর করা হয়েছে বাকি ঘর গুলো নির্মাণ কাজ চলমান। আজ জেলার প্রশাসন জসীম উদ্দীন হায়দার গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন এসময় তিনি সকল নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলেন এবং নির্মাণ কাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ খবর নেন।

















