শনিবার , ১৭ এপ্রিল ২০২১ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে করোনায় প্রাণ নিলো ৫ জনের

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ১৭, ২০২১ ৪:২১ পূর্বাহ্ণ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে এক জন এবং উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আট জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

এ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫৮ এবং আইসোলেশন ওয়ার্ডে ৩৯৩ জনের মৃত্যু নিশ্চত করল হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়াও মৃত ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে, এখনও ফলাফল পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৫৫১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন ভর্তি হলেও করোনা ওয়ার্ডে কেউ ভর্তি হয়নি। তবে করোনা ও আইসোলেশন ওয়ার্ড থেকে ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এই দুই ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৫৬ জন। যার মধ্যে করোনা ওয়ার্ডে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন এবং করোনা ওয়ার্ডে তিন হাজার ৭৭৫ জন ভর্তি হয়েছেন।

যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন এক হাজার ১১৬ জন। মোট রোগীর মধ্যে তিন হাজার ৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গেছেন কিংবা অন্যত্র রেফার্ড হয়েছেন। যার মধ্যে করোনার আক্রান্ত ছিলেন ৯২৩ জন।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা