ঈদের আগেই জাকাত-ফিতরা দিন : বাবুনগরী

0
166

Sharing is caring!

ঈদুল ফিতরের আগেই সামর্থ্যবান সকলকে জাকাত ও ফিতরা দেয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নবগঠিত আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরী।

- Advertisement -

রোববার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘করোনা মহামারির কারণে প্রায় দুই মাস যাবত গরিব, দিনমজুর ও শ্রমিকদের কোনো আয়-রোজগার নেই। পরিবার নিয়ে অনেক কষ্টে তারা দিনাতিপাত করছেন। তাই ঈদুল ফিতরের আগেই ফিতরা ও জাকাতের অর্থ যথাযথ প্রাপ্য হকদারের মধ্যে বিলি করে দিন। এতে জিম্মাদারি মুক্ত হওয়ার পাশাপাশি ব্যাপক ফজিলত ও বরকত অর্জিত হবে। আবার মানবিক সংকটে সহযোগিতার কারণে মহান আল্লাহর নৈকট্যও লাভ করা যাবে।’

জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত উল্লেখ করে তিনি বলেন, ‘ঈমানের পরে নামাজ, তারপরই জাকাতের স্থান। পবিত্র কুরআনে বহুবার নামাজের সঙ্গে জাকাতের আদেশ করা হয়েছে। জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর অনুগত মুমিনদের জন্য অশেষ সওয়াব, রহমত ও মাগফেরাতের পাশাপাশি আত্মশুদ্ধির প্রতিশ্রুতি দেয়া হয়েছে।’

ফিতরার বিষয়ে হেফাজতে ইসলামের এই নেতা বলেন, ‘ফিতরার উপকারিতা হলো এতে রোজা পবিত্র হয়ে আল্লাহর দরবারে কবুলের উপযুক্ত হয়। ফিতরা দানের ফলে দুনিয়া ও আখেরাতে বরকত পাওয়া যায়। এছাড়া কবরের আজাব ও মৃত্যুর কষ্ট হতে নাজাতের আশা করা যায়।’

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আল্লাহ বলেছেন- তোমরা নামাজ কায়েম কর এবং জাকাত প্রদান কর। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা দেখছেন।’

পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বাবুনগরী বলেন, ‘মহানবি (সা.) বলেছেন- রোজাকে অশ্লীল ও অনর্থক কথাবার্তা থেকে পবিত্র করার জন্য এবং দুস্থ, অসহায় ও গরিবদের জীবিকা হিসেবে ফিতরাকে ওয়াজিব করা হয়েছে।’

হেফাজত আমির বলেন, ‘পবিত্র কুরআনে এত অধিক গুরুত্বের সঙ্গে নামাজ ও জাকাতের প্রসঙ্গ এসেছে যে, এটা আদায় করা ছাড়া ঈমান ও ইসলাম পরিপূর্ণ মেনে চলার সুযোগ থাকে না। জাকাত শরিয়তের এমন এক অকাট্য ও স্পষ্ট বিধান, যে সম্পর্কে আলোচনারই কোনো প্রয়োজন নেই। জাকাত অস্বীকারকারী ইসলাম থেকে খারিজ হয়ে যায়।’

বাবুনগরী বলেন, ‘হাদিস শরিফে বলা হয়েছে- যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু তিনি তার জাকাত দেননি, কেয়ামতের দিন তা বিষধর সাপ হিসেবে উপস্থিত হয়ে তার গলা পেঁচিয়ে ধরবে। সাপটি তার চেহারার দুই পাশে দংশন করতে করতে বলবে- আমিই তোমার ওই অর্থকড়ি, আমিই তোমার পুঞ্জিভূত সম্পদ।’

জাকাত-ফিতরার বিষয়ে নিয়ম জানা না থাকলে স্থানীয় আলেম থেকে জেনে নেয়ার আহ্বান জানান জুনায়েদ বাবুনগরী।

(Visited 5 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here