ইসলামপুরে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

0
227

Sharing is caring!

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়।

- Advertisement -

স্থানীয় সূত্র জানায়, পাথর্শী ইউনিয়নের জারুলতলায় তিনজন, সাপধরি ইউনিয়নের কালিরচরে একজন, পলবান্ধা ইউনিয়নের বাটিকামারীতে একজন ও গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরে একজন নিহত হন।

পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার হোসেন বলেন, বিকালে জারুলতলায় বৃষ্টির মধ্যে ধান কাটার সময় বজ্রপাতে পশ্চিম গামারিয়ার জব্বার খানের ছেলে এনামুল হক (৩৫), হাসান শেখের ছেলে কালু শেখ (৪৫) ও কালাম শেখের ছেলে শাহজাহান (৩৮) মারা যান।

পলবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন স্বাধীন বলেন, মাঠে কাজ করার সময় বাটিকামারী গ্রামে আব্দুল কুদ্দুস চান্দুর ছেলে জাবেদ আলি (৬৮) বজ্রপাতে মারা গেছেন। এ ইউনিয়নের বাহাদুরাবাদ গ্রামে তিনটি গরু মারা গেছে বলেও তিনি জানান।

সাপধরি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, কালির চরে বাদাম তোলার সময় বজ্রপাতে মারা গেছেন বিল্লাল হোসেন (৩৩) নামে এক কৃষক। বিল্লাল স্থানীয় প্রজাপতি চরের কুদ্দুস মোল্লার ছেলে।

গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান আনছারী বলেন, মাঠে কাজ করার সময় চন্দনপুর গ্রামে মহিজল (৫০) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪০) আহত হয়েছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ তাহের বলেন, বজ্রপাতে আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজাহারুল ইসলাম জানান, বজ্রপাতে ছয়জন মারা গেছেন।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here