ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোলরুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়

0
217

Sharing is caring!

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোলরুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। কন্ট্রোলরুমের মোবাইল নম্বর ০১৩১৮২৩৪৫৬০।
 
আসন্ন ঘূর্ণিঝড় “ইয়াস” মোকাবেলার নির্দেশনা দিয়ে আজ রবিবার (২৩ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে এক জরুরী সভা করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।
 
অনলাইনে যুক্ত হয়ে দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
 
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বন্যা ঘূর্ণিঝড় মোকাবেলা আমাদের জন্য নতুন নয়। ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ মনিটরিং সহ জরুরী কাজের জন্য পর্যাপ্ত জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। সেই সাথে প্রকৌশলীদের কাছে করোনা আক্রান্তদের জন্য মাস্ক, স্যালাইন এর ব্যবস্থা রাখা হবে।
 
মাঠপর্যায়ে সকলের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, জরুরী ভিত্তিতে লোকবল নিশ্চিত করাসহ সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হবে। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত কেউ স্টেশন ত্যাগ করতে পারবে না। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
 
সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিঃ মহাপরিচালক ফজলুর রশীদ , অতিঃ মহাপরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান,অতিরিক্ত মহাপরিচালক এ কে এম শামসুল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
(Visited 6 times, 1 visits today)
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here