রবিবার , ২৬ মার্চ ২০১৭ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সিলেটে শিববাড়িতে জঙ্গি আস্তানা দুই দফা বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৩।।

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২৬, ২০১৭ ২:৩৬ পূর্বাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানার পাশে দুই দফা বিস্ফোরণে পুলিশের এক পরিদর্শকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। সেনাবাহিনীর অভিযান চলাকালীন ওই জঙ্গি আস্তানার এক কিলোমিটারের মধ্যে পাঠানপাড়ায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এইবিস্ফোরণ ঘটে।

নিহতরা হলেন- পুলিশ সদস্য আবু কয়সর, সিলেটের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম (৩০) ও স্থানীয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম অপু (২২)।

শনিবার রাত নয়টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় বলেন, তাঁদের হাসপাতালে দুজনের লাশ আছে।

আহত ব্যক্তিদের মধ্যে পুলিশসহ অন্তত ৪০ জন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।এর মধ্যে শিরিন মিয়া, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জনিলাল দের অবস্থা আশঙ্কাজনক।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রুকনুদ্দিন বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় পরিদর্শক কয়সার মারা যান। কয়সার সিলেট আদালত পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

শিববাড়ির ওই জঙ্গি আস্তানা প্রায় ৩০ ঘণ্টা ঘিরে রাখার পর শনিবার সকালে সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী। ওই অভিযান নিয়ে সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের ব্রিফ করার ঘণ্টাখানেকের মধ্যে পাঠানপাড়ায় বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়।

(Visited ১৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা