হাজার হাজার কারাবন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি

0
57

Sharing is caring!

হাজার হাজার কারাবন্দীকে ক্ষমা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাও রয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ রোববার এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

আইআরএনএ জানিয়েছে, দ্বৈত নাগরিকের জন্য সর্বোচ্চ নেতার এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে না। এছাড়া যেসব বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘পৃথিবীতে দুর্নীতির’ অভিযোগ আনা হয়েছে এবং যাদেরকে ‘বিদেশি সংস্থার পক্ষে গুপ্তরচবৃত্তির’ দায়ে অভিযুক্ত করা হয়েছে তারাও এই ক্ষমার আওতাভুক্ত নয়।

 

গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে এক কুর্দি তরুণীর মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশ। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্রের জনগণের জন্য সবচেয়ে সাহসী চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি ছিল এটি।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here