নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাশিপুরে আ’লীগের কর্মী সভার তোড়ন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলেছে। গত মঙ্গলবার রাতে কোন এক সময় কাশিপুর বাজারস্থ ঢাকা বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ এবং মহানগর যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন কর্মীদের নিয়ে তা অপসারণ করেন। এ নিয়ে স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের মধ্যে ােভের সঞ্চার হয়েছে। জানা যায়, গত ১০ মার্চ ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভা উপলে মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি তোড়ন নির্মাণ করা হয়। গত মঙ্গলবার রাতে কে বা কাহারা ওই তোড়নটি ভেঙে ফেলে এবং সাদিক আব্দুল্লাহ ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ এবং মহানগর যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন ঘটনাস্থলে এসে তোড়নটি সরিয়ে নেন। এ ঘটনায় স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের মাঝে ােভের সৃষ্টি হয়েছে। মহানগর যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন বলেন, এ ধরণের ঘটনা ন্যাক্কারজনক। তিনি এর তীব্র নিন্দা জানান।