সেরা উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন প্রাণী সংগঠন এর ‘ এনিমেল ওয়েলফেয়ার অব বরিশাল’ গ্রুপ প্রধান ও সভাপতি সৈয়দা সাবিকুন নাহার তুবা ( সৈয়দা তুবা নাহার)।
এনিমেল ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর চেয়ারম্যান হাবিব আহমেদ তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
শনিবার (১৬ মার্চ) বিকেল ঢাকা হাতিরঝিল এর রাজউক ভবনে ‘৭ম’ এনিমেল ওয়ার্ল্ড বাংলাদেশ ইফতার পার্টি ও ‘২য়’ এনিমেল ওয়ার্ল্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে এ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
একইসাথে প্রাণী প্রেমীদের ও উদ্ধারকারীদের প্রাথমিক চিকিৎসা দেয়া ও গ্রুমারসহ সব বিষয় থেকে নির্বাচিতদের উপহার ক্রেস্ট দেয়া হয়। ভলাণ্টিয়ার হিসেবে বেস্ট রেসকিউয়ার দেয়া হয়েছে সাদবিন খান কে। উক্ত অনুষ্ঠানে নমিনেশন প্রাপ্তরা ও আয়োজক কমিটিসহ অনেক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
(Visited ৩০ times, ১ visits today)