ভুটান নারী ফুটবল লিগে সাবিনা-ঋতুপর্ণাদের পারো এফসি’র জয়যাত্রা অব্যাহত। আজ তারা ২২-০ গোলে ফুটসিলিং এফসিকে হারিয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচ সেরা হয়েছেন।
পারো এফসির ২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া করেছেন ১৯ গোল। সর্বাধিক ৭ গোল সাবিনার, ঋতুপর্ণার ৬টি, সুমাইয়ার চারটি ও মনিকার গোল সংখ্যা দু’টি। প্রথমার্ধে ঋতুপর্ণাদের দল ১১-০ গোলে এগিয়ে ছিল।
পারো এফসি’র গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। আজও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বাংলাদেশের ফুটবলারের হাতেই।
সাত গোল করে ম্যাচ সেরা হয়ে সাবিনা খাতুন বলেন, ‘গোল করছি ও দল জিতছে ভালো লাগছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ চলতি লিগে সাবিনার গোল সংখ্যা বিশের অধিক।
(Visited ১৬ times, ১ visits today)

















