শনিবার , ১ এপ্রিল ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১, ২০১৭ ১১:২২ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর পেশাগত মান বাড়াতে উভয়দেশের এই বাহিনীর মধ্যে প্রযুক্তি ও প্রশিক্ষণ বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

নবনিযুক্ত ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াত শনিবার (১ এপ্রিল) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আবদুল হামিদ ভারতীয় সেনাপ্রধানকে স্বাগত জানিয়ে বলেন, উভয়দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সফর বিনিময় এবং যৌথমহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠান একটা ভূমিকা রাখবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সেনাবাহিনীসহ ভারতীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি সুস্পষ্টভাবে বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের অবদানের কথা বাংলাদেশ ও এদেশের জনগণের স্মরণ থাকবে।’

তিনি আরও বলেন, দুটি প্রতিবেশী দেশের মধ্যে বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে।
ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার বন্ধন খুবই ভাল।

তিনি দু’দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের অত্যন্ত ইতিবাচক ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

ভারতীয় সেনাপ্রধান আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ বিনিময় উভয় দেশের মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এবং এই সম্পর্ক আরো বাড়াতে সহায়ক হবে।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ এখন উন্নয়নের উপচে পড়া ঝুড়ি: আইজিপি

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে চার্জশিট

বরিশালে স্বামীকে ফিরে পেতে অধ্যক্ষ’র স্ত্রী মেয়ে নিয়ে ১৬ দিন ধরে কলেজে অবস্থান

বরিশাল মডেল স্কুল ও কলেজ

পরিচ্ছন্নতকরনে বরিশাল মডেল স্কুল ও কলেজ অধ্যক্ষ।।

জাতির পিতার মাজারে ববি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

মহেশপুর উপজেলাকে মাদক মুক্ত করতে চান দওনগর ফাঁড়ীর ইনচার্জ – অজয় কুন্ডু

বরিশালে শেবাচিম হাসপাতালের গাইনি ইনচার্জকে বরখাস্তের প্রতিবাদে স্মারকলিপি

পূর্ণাঙ্গভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে জনগণের সেবা দিতে হবেঃ বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

তামিমকে টপকে গেলেন সাকিব।।

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার